আশা করছি বিপুল ভোটে বিজয়ী হবো : আমির হামজা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আমির হামজা রিকশায় করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি আমির হামজা বলেন, আমরা অনেক দিন ধরে মাঠে আছি। সে হিসেবে নির্বাচনের পরিবেশ যেভাবে চলছে সেভাবে চললে আমরা আশাবাদী আমরা কামিয়াব হবো। মানুষের সাড়া আছে। আমাদের এই দুইটা থানায় (সদর থানা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা) আমি কম বেশি গিয়েছি। প্রায় ডোর টু ডোর গিয়েছি। মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আশা করছি বিপুল ভোটে বিজয়ী হবো।
নির্বাচনের অবস্থা নিয়ে তিনি বলেন, নির্বাচনের অবস্থা এখনও পর্যন্ত ঠিক আছে। মাঝে পোস্টার ছেঁড়াছিঁড়ি ছিল। এগুলোতো থাকবেই। মানুষ কিছু উশৃঙ্খল আছে। এখন ঠিক আছে। ২২ জানুয়ারির পর থেকেতো কার্যক্রম আরম্ভ হবে। এখনতো সব স্থগিত। আশা করছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।
শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় মুফতি আমির হামজা বলেন, হত্যাকাণ্ড কখনোই সমর্থন করি না। যারাই ঘটিয়েছে তাদের বিচার চাই। দেশি-বিদেশি চক্রান্ত ষড়যন্ত্র আছে এর ভেতরে। অনেকেই চাচ্ছে নির্বাচন পিছিয়ে যাক এবং দেশটা অন্যের হাতে চলে যাক। নির্বাচিত সরকার না আসলে কি হয় আমরাতো দেখেছি। সুতরাং উনার (ওসমান হাদী) হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং নির্বাচনটা দ্রুত চাই। যে তারিখ ঘোষণা দেওয়া আছে ফেব্রুয়ারির ১২ তারিখ, আশা করছি এই তারিখের ভেতরে হয়ে যাবে।
নির্বাচনে শঙ্কার বিষয়ে তিনি বলেন, আমরা কিছুদিন আগে একটা মিটিংয়ে বলেছিলাম সদর থানাটা (২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে) যেহেতু পুরো পুড়ে যায় এবং লুট হয়ে যায় অস্ত্রগুলো। নির্বাচনের আগে এগুলো যদি কালেকশন করা না যায় এবং বিশেষ করে বর্ডার এলাকা হওয়ার কারণে দৌলতপুর দিয়ে বহুত কিছু ঢুকছে। বারবার বলেছি, কয়েকবার বললাম, এগুলো আগে যেভাবেই হোক উদ্ধার করা লাগবে। ওগুলোর প্রভাব পড়বে নির্বাচনে। উনারাও কথা দিয়েছে যে আমরা চেষ্টা চালাচ্ছি। এখনোতো আমরা কাজ দেখতে পাইনি। আশা করছি সামনে এগুলো কালেকশন করবে।
এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, শহর জামাতের আমির এনামুল হকসহ দলের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল গফুর বুধবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল আমিন জসীম, জেলা ইউনিট সদস্য অধ্যাপক জুমারত আলী, উপজেলা আমীর খন্দকার রেজাউল করিম, নায়েবে আমীর অধ্যাপক শাহ আক্তার মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএআর