নেতাকর্মীদের পদচারণায় প্রাণবন্ত বরিশাল লঞ্চ ঘাট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগমে সড়ক ও নদী পথে যাচ্ছেন বরিশালের নেতাকর্মীরা। বরিশাল লঞ্চ ঘাট থেকে বিশালাকৃতির ৪টি লঞ্চ রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। সন্ধ্যার পর থেকেই বরিশাল নদী বন্দরে নেতাকর্মীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে।
দীর্ঘদিন পর ভ্রাম্যমাণ দোকানিদের বেচা-বিক্রি বেড়েছে। তাদের মধ্যে ঈদের উৎসব বিরাজ করছে।
ভ্রাম্যমাণ দোকানদার উজ্জল বলেন, পদ্মা সেতু হওয়ার পর এখন আর বরিশাল লঞ্চঘাট আগের মতো যাত্রী হয় না। কোনো মতে দুই একটি লঞ্চ ছেড়ে যায়। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আজ লঞ্চঘাটে আনন্দ, উৎসব দেখা যাচ্ছে।
ভ্রাম্যমাণ পান-সিগারেট বিক্রেতা জসিম উদ্দিন বলেন, এতদিন লঞ্চঘাটে বিক্রির অবস্থা খুব খারাপ ছিল। অনেকদিন পর আজ ভালো বিক্রি হচ্ছে। লঞ্চঘাটে একটা উৎসব উৎসব ভাব। মনে হচ্ছে পুরোনো দিনের ঐতিহ্য ফিরে এসেছে।
পানি বিক্রেতা শাকিল বলেন, এতদিন ১৫-২০ বোতল পানি বিক্রি করতে কষ্ট হতো। আজ প্রায় ৫০ বোতল পানি বিক্রি করে ফেলেছি। এ রকম প্রতিদিন হলে আমরা ভালো থাকতে পারতাম।
লঞ্চ ৪টি বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে ভাড়া করা হয়েছে বলে জানিয়েছেন নদী বন্দর কর্তৃপক্ষ।
বরিশালের ১০টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা নদীপথে ঢাকায় যাচ্ছে। বরিশাল মহানগর বিএনপির নেতাকর্মীরাও লঞ্চযোগে ঢাকা যাচ্ছে।
দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন বলেন, তারেক রহমান আমাদের প্রাণের স্পন্দন। দীর্ঘ ১৭ বছর পর তিনি স্বদেশে ফিরছেন। নেতাকর্মীসহ সাধারণ জনগণও তারেক রহমানকে দেখতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মাঝে এই দিনটিকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তৃণমূল মনে করে দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতার দেশে ফেরায় ভোটের রাজনীতি পাল্টে যাবে।
নদী বন্দরে সরেজমিনে দেখা গেছে, লঞ্চগুলোতে উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা রশি বেঁধে নিজ নিজ কর্মীদের জন্য জায়গা নির্ধারণ করছেন।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, আমরা বরিশাল জেলা থেকে ৪টি লঞ্চ ও ২০টি বাসের ব্যবস্থা করেছি। এছাড়াও নিজেদের উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী অলরেডি ঢাকায় যাচ্ছে। মহানগর থেকেও দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্য আমরা কয়েক দফায় সভা করেছি। আমরা বরিশাল বিভাগ থেকে ৫ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছি। নেতাকর্মীর সড়ক ও নদী পথে ঢাকায় যাবে।
এমএএস