যশোর-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, বিক্ষোভ

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেনকে পরিবর্তন করা হয়েছে। তার পরিবর্তে এ আসনে জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে লড়বেন জমিয়াত ওলামায়া ইসলামের সিনিয়র যুগ্ম-মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস।
বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে ইসলামী ঐক্যজোটের মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে বিএনপি দলীয় জোটের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন। এর আগে চলতি মাসের ৪ ডিসেম্বর দ্বিতীয় ধাপে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবালের নাম ঘোষণা করা হয়। এর পর থেকে উপজেলাব্যাপী তিনি নির্বাচনী কার্যক্রম চালাচ্ছিলেন।
এদিকে মাত্র ২০ দিনের ব্যবধানে প্রার্থী পরিবর্তন করায় সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খবর ছড়িয়ে পড়া মাত্র পৌর শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা। মিছিলে ‘অবৈধ মনোনয়ন মানি না, মানবো না’ ইত্যাদি স্লােগান দিতে দেখা গেছে।
রেজওয়ান বাপ্পী/এসএমডব্লিউ