পটুয়াখালী-১ আসন থেকে নির্বাচন করবেন রুহুল আমীন হাওলাদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর–মির্জাগঞ্জ ও দুমকি) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আসনটির সদ্য সাবেক সংসদ সদস্য, সাবেক জাতীয় পার্টির প্রভাবশালী নেতা ও বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমীন হাওলাদার। তার পক্ষে স্থানীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় পার্টির জেলা পর্যায়ের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অতিরিক্ত নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান খান তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।
মনোনয়ন সংগ্রহকালে পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিরাজুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিম, মাসুদ আল মামুনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেন, এবারও আমি পটুয়াখালী-১ আসন থেকে নির্বাচনে অংশ নেব। এ লক্ষেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সকলে আমার জন্য দোয়া করবেন।
এ বি এম রুহুল আমীন হাওলাদার একজন প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। এর আগে তিনি পটুয়াখালী-১ ও বরিশালের বাকেরগঞ্জ আসন থেকে জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থী হিসেবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রাজনৈতিক জীবনে তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয় সংসদের হুইপ, কৃষি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ছিলেন।
সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় পার্টির অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে তিনি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামের একটি রাজনৈতিক জোটে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, এ বি এম রুহুল আমীন হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও আসনটির আরেক সাবেক সংসদ সদস্য, সাবেক বাণিজ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী–এর সঙ্গে। এছাড়াও এ আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান, ইসলামী আন্দোলনের আবুল হাসান বোখারী, গণঅধিকার পরিষদের শহিদুল ইসলাম ফাহিম এবং এনসিপির জহিরুল ইসলাম মুসা।
সোহাইব মাকসুদ নুরনবী/এমএএস