নেত্রকোণায় ১২৮টি গির্জা-উপাসনালয়ে জাঁকজমকপূর্ণভাবে বড়দিন উদযাপন

নেত্রকোণায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। জেলার বিভিন্ন উপজেলার মোট ১২৮টি গির্জা ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে গির্জা গুলোতে বিশেষ প্রার্থনার মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ধর্মীয় সংগীত পরিবেশনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে কেক কেটে যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
জেলার সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় বিশ্বের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দুর্গাপুর উপজেলায় রানীখং ক্যাথলিক গির্জা, উৎরাইলের ‘মারিয়া আমাদের সহায় ধর্মপল্লী’সহ মোট ৭০টি গির্জা ও উপাসনালয়ে বড়দিন উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে। অন্যদিকে কলমাকান্দা উপজেলার রানীগাঁও, পাঁচগাঁওসহ ৩৬টি গির্জা ও উপাসনালয়ে বড়দিন উদযাপন করা হয়।
এছাড়াও জেলার অন্যান্য উপজেলায় আরও ২২টি গির্জা-উপাসনালয়ে বড়দিন পালিত হচ্ছে।
বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা শেষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিনটিকে এক মিলনমেলায় পরিণত করেন। এ দিনে কর্মস্থল বা দূর-দূরান্তে থাকা পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে মিলিত হন তারা।
জেলা পুলিশের তথ্যমতে, দুর্গাপুরে ৭০টি, কলমাকান্দায় ৩৬টি এবং অন্যান্য উপজেলায় ২২টি গির্জা- উপাসনালয়ে বড়দিন উদযাপনের আয়োজন করা হয়েছে। এদিকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জানিয়েছে, এ বছর জেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১৬০টি উপাসনালয়ে বড়দিন উদযাপিত হচ্ছে।
চয়ন দেবনাথ মুন্না/এসএমডব্লিউ