এক নজরে চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে বিভাগের কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, কুমিল্লা, চাঁদপুর, বান্দরবান, রাঙামাটি, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় শনিবার (২৬ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের সকল ঘটনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো।
কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি ও টেকনাফ থানার আলোচিত সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ তিন আসামির জামিন শুনানি রোববার (২৭ জুন) সকালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অপরদিকে, টেকনাফে খালের পানিতে গোসল করতে নেমে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব রঙিখালীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- রঙিখালী এলাকার নুরুল কবির মেয়ে কমলা আক্তার (৪) ও জান্নাতুল ফেরদৌস (৮)।
এছাড়াও জেলার মহেশখালীতে লাকড়ি কুড়াতে গিয়ে বিট কমকর্তাদের ধাওয়ায় নদীতে ডুবে খুকি দে (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজনকে মুর্মূষু অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত খুকি দে ছোট মহেশখালী উপজেলার ঠাকুরতলা এলাকার বাদল দের স্ত্রী।
অন্যদিকে, সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় ছুরিকাঘাতে মোর্শেদ কামাল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মোর্শেদ কামাল একই এলাকার মো. ছৈয়দের ছেলে। স্থানীয়া জানিয়েছেন, কপিল উদ্দিন নামে এক ব্যক্তির সাথে মোর্শেদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোর্শেদকে ছুরিকাঘাত করে কপিল।
কক্সবাজার শহরের কলাতলীতে করোনার বিধিনিষেধ অমান্য করায় ৯৯ ব্রাইডাল হাউস নামে একটি কমিউনিটি সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে বিয়ের আয়োজনরত অবস্থায় তাদের এ জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামে অনলাইনে গরু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার অনলাইনে কোরবানির পশু বিক্রি করবে স্বপ্ন ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন ও নবীনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম আহমেদ প্রমুখ।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, জেলার দীঘিনালা উপজেলার বরাদাম নোয়াপাড়া এলাকায় জীবন চাকমা নামে ইউপিডিএফের (প্রসিত) সাবেক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২৫ জুন) দিবাগত মধ্যরাতে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তিনি সাজেকের মাচালং এলাকার পূর্ণ কিশোর চাকমার ছেলে।
কুমিল্লা সংবাদদাতা জানান, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ জন। কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও, কুমিল্লায় আড়াই মণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার (২৫ জুন) রাতে কুমিল্লা সদর উপজেলার বিশ্বরোড আমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- মো. ওমর ফারুক (২৬), মো. অবদুল হাদি (৩৭) ও মো. আবদুর রহিম (২৪)।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছোটতুলা গ্রাম থেকে অপহরণ হওয়া পাঁচ বছরের শিশু খাদিজা আক্তার মায়াকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন মা ফাতেমা আক্তার। সকালে চাঁদপুর প্রেসক্লাবে মা ফাতেমা আক্তার সংবাদ সম্মেলন করে এ আকুতি জানান। সংবাদ সম্মেলনে অপহৃত শিশুর দাদা শাহজাহান কবিরও উপস্থিত ছিলেন।
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বান্দরবান পৌরসভার সাবেক কাউন্সিলর মো. হাবিবুর রহমান খোকনের (৫২) এর নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় বান্দরবান সদরের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ বান্দরবান গোরস্থান মসজিদের কবরস্থানে দাফন করা হয়।
রাঙামাটি প্রতিনিধি জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণে রাঙামাটিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসীন রোমান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
নোয়াখালী প্রতিনিধি জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড কাউন্সিলের আয়োজনে কবিরহাট জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজলের বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে। দুপুর আড়াইটার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের হ্যাপি মহলে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা এ হামলা চালায় ।
কোম্পানীগঞ্জে অরুপ মজুমদার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় নিহতের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত অরুপ বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের অমৃত লাল মজুমদারের ছেলে।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাদকবিরোধী সংগীত পরিচালনা করা হয়। দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ এ আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লক্ষ্মীপুরের পরিদর্শক মহিন উদ্দীন, সাংবাদিক আলী হোসেন, সবুজ বাংলাদেশের সহ-সভাপতি একে এম মাহবুবুর রশীদ চৌধুরী প্রমুখ।
আজিজুল সঞ্চয়/এমএএস