কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় ছুরিকাঘাতে মোর্শেদ কামাল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ জুন) সন্ধ্যার দিকে খরুলিয়ার ঘাটপাড়া কুনারপাড়া রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত মোর্শেদ কামাল একই এলাকার মো. ছৈয়দের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দু রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, ঘাটপাড়া কুনারপাড়া রাস্তার মাথায় মোর্শেদ কামাল নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে চট্টগ্রামে নেওয়ার পথে মারা গেছেন। এ ঘটনায় কারা জড়িত তা এখনও জানা যায়নি।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে কপিল উদ্দিন নামে এক ব্যক্তির সঙ্গে মোর্শেদ কামালের কথা কাটাকাটি হয়। একে অপরকে ইয়াবা ব্যবসায়ী বলে তর্কে জড়ায়। একপর্যায়ে মোর্শেদকে ছুরিকাঘাত করে কপিল। এতে তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, খরুলিয়ায় নিহতের ঘটনার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। খোঁজখবর নিয়ে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মহিববুল্লাহ মুহিব/এমএসআর