সাময়িক বন্ধের পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকার পর আবারও স্বাভাবিকভাবে শুরু হয়েছে। ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে এই রেললাইনের একটি অংশে আগুন দেওয়ার কারণে এই ঘটনা ঘটে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে রেল অবরোধের ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণার জারিয়া ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেন আটকা পড়ে যায়। এরপর সকাল ৯টা থেকে ১০টা ৫৬ মিনিট পযর্ন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে ১০টা ৫৬ মিনিটের দিকে এই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানা যায়।
জানা যায়, ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামানকে গতকাল শনিবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে দলীয় প্রার্থিতা নিশ্চিত করা হয়। এর পরপরই মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে আগুন দিয়ে অবরোধ করে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকেরা।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, রেলপথের বিভিন্ন জায়গায় আগুন দেওয়ায় লাইন মেরামত শেষে গতকাল রাত সাড়ে ১১টায় ট্রেন চলাচল স্বাভাভিক করা হয়েছিল। পরবর্তীতে পুনরায় গোলন্দাজ গেট এলাকায় রেলপথে আগুন দেওয়ায় রাত ১টার পর আটকে পড়া ১০টি ট্রেন ছেড়ে যায়। এরপর আজ ঢাকা থেকে নেত্রকোণার জারিয়া ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেন গফরগাঁও স্টেশনে এসে আটকা পড়েছিল। গোলন্দাজ গেটে আগুন দিয়েছিল বিক্ষুব্ধ লোকজন। বিষয়টি আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আমান উল্লাহ/আরকে