জামিনে মুক্ত হত্যা মামলার আসামি, বাদিকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামিনে মুক্তি পেয়ে এসে হত্যা মামলার বাদিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগের বিবরণীতে বাদী সেতেরা বেগম উল্লেখ করেন, তিনি উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী। তার সাত বছরের মেয়ে হুমায়রা আক্তারকে প্রতিবেশী শুক্কুর আলীর পরিবার হত্যা করে লাশ গুম করে রাখে। এ ঘটনায় ২০২২ সালের ২৯ জুলাই তিনি সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ওই আসামিরা সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে এসে বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সেতেরা বেগমের ছেলে সজিব ইসলামপুর এলাকায় আনন্দ শিপইয়ার্ড এলাকা দিয়ে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে শুক্কুর আলী, তার ছেলে জিয়াউর ও জিহাদ পথরোধ করে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। এ সময় মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মীমরাজ হোসেন/এআরবি