মঙ্গলবার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস সরবরাহের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ফেনী জেলাজুড়ে গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) ফেনী কার্যালয়ের ব্যবস্থাপক (প্রকৌশল ও সেবা) প্রকৌশলী এসএম জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রকৌশলী এসএম জাহিদুল ইসলাম বলেন, জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বাখরাবাদের গ্যাস সংযোগ লাইন মেরামত করা হবে। এজন্য জেলাজুড়ে গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। গ্রাহকদের অবগতির জন্য জেলাজুড়ে মাইকিং করা হচ্ছে। যদি প্রয়োজন হয় ২৪ ঘণ্টা-পরবর্তী আরও ৬ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ রাখা হতে পারে। রক্ষণাবেক্ষণ শেষ হলে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পুনরায় গ্যাস সংযোগ চালু করা হবে। গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে, রক্ষণাবেক্ষণের জন্য জেলার দাগনভূঞা উপজেলায় রোববার ভোর ৬টা থেকে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সেখানে গ্যাস সংযোগ চালু হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এ ছাড়া, গত কয়েকদিন ধরেই শহরের সালাহউদ্দিন মোড়, বারাহীপুর, ক্যাডেট কলেজ, উকিল পাড়া ও শাহীন একাডেমি সড়কসহ বিভিন্ন এলাকায় দিনের বিভিন্ন সময় গ্যাস সংযোগ বন্ধ ছিল। তবে অন্যান্য স্থানে সংযোগ চালু থাকলেও গ্যাসের চাপ কম ছিল।
তারেক চৌধুরী/এএমকে