বিএনপিতে ফিরলেন সাবেক পৌর মেয়র জানে আলম খোকা

দীর্ঘ ৫ বছরের রাজনৈতিক নির্বাসন ও অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপিতে ফিরলেন বগুড়ার শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেওয়া তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জানে আলম খোকাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য ২০২১ সালের ১৬ জানুয়ারি শেরপুর পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জানে আলম খোকা। তৎকালীন সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের মে মাসে স্থানীয় সরকার বিভাগ তাকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে।
দলীয় সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের বাসভবনে শেরপুর উপজেলা ও পৌর বিএনপির একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ সব বিভেদ ভুলে জানে আলম খোকাকে দলে ফেরানোর জোর সুপারিশ করেন।
জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই সুপারিশের ভিত্তিতেই আজ রোববার বিকেলে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে।
পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে শেরপুর বিএনপির দীর্ঘদিনের অভ্যন্তরীণ জটিলতা নিরসনের পথ সুগম হলো। এখন থেকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মুঠোফোনে ঢাকা পোস্টের প্রতিবেদককে জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আমরা চাই সবাই ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করুক।
দলে ফেরার খবর পেয়ে তাৎক্ষণিক এক ফেসবুক পোস্টে জানে আলম খোকা বলেন, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা এখন ঐক্যবদ্ধ। জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করতে আমার কর্মীরা সবসময় প্রস্তুত। তবে আমাদের সতর্ক থাকতে হবে, যেন ঐক্যের সুযোগ নিয়ে কোনো অশুভ শক্তি দলে প্রবেশ করতে না পারে।
এনএফ