সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও ছেলে

গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে তার ছেলে আবরার ইলিয়াস স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তারা পৃথকভাবে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাহসিনা রুশদী লুনা বলেন, সিলেট-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্যভাবে মত প্রকাশের সুযোগ থেকে বঞ্চিত। এলাকার সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে পরিবর্তন চায় এবং ভোটের মাধ্যমে সেই পরিবর্তনের পক্ষে মত দিতে চায়।
লুনা আরও বলেন, জনগণের সমর্থন পেলে তিনি সংসদে এলাকার মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলবেন। বিশেষ করে নারী, তরুণ ও প্রান্তিক মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্বামী ইলিয়াস আলীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার নিখোঁজ হওয়ার পর সিলেট-২ আসনের মানুষ যেভাবে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে, সেটি তিনি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন। এ সময় তাদের সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৮ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে কুলসুম রুবির কাছ থেকে মা-ছেলে দুজনেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সম্ভাব্য আইনি জটিলতা এড়ানোর কৌশল হিসেবেই লুনার পাশাপাশি আবরার ইলিয়াসের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কোনো কারণে তাহসিনা রুশদী লুনার মনোনয়ন বাতিল হলে আবরার ইলিয়াস নির্বাচন করবেন বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে তাহসিনা রুশদী লুনা ও আবরার ইলিয়াস মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সে সময় বিএনপি থেকে লুনাকে মনোনয়ন দেওয়া হলেও উচ্চ আদালতের আদেশে তার মনোনয়ন স্থগিত হয়ে যায়। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। পরে এই আসনে বিএনপিনেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে গণফোরামের মোকাব্বির খান নির্বাচন করেন এবং তিনি বিজয়ী হন।
মাসুদ আহমদ রনি/এআরবি