খুলনায় বিএনপি প্রার্থীর মন্তব্য
আমার চেয়ে হেভিওয়েট প্রার্থী আর কেউ নেই

খুলনা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী আসগর লবি বলেছেন, আমার কাছে সবাই সমান। আমার চেয়ে হেভিওয়েট প্রার্থী আর কেউ নেই ওই আসনে। নির্বাচনে জনগণ ভোট দেবে। আমরা জনগণের ওপর নির্ভরশীল। ওপরে আল্লাহ, নিচে জনগণ। আমাদের জয় হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো। সরকার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি।
আরও পড়ুন
সোমবার (২৯ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আলী আসগর লবি বলেন, আমরা সকলের সঙ্গে মিলেমিশে কাজ করছি। সনাতন ধর্মের লোকজন আমাদের পাশে থাকবে। আমরা স্বাধীনতার পক্ষে। কোনো হুমকির প্রশ্ন আসে না। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা দেশে শান্তি কামনা করি।
মোহাম্মদ মিলন/এমএসএ