সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, পিআইও কার্যালয়ের সহকারী গ্রেপ্তার

নীলফামারীর ডিমলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) এ দুইটি সরকারি প্রকল্প থেকে বরাদ্দের প্রায় ৩১ লাখ টাকা আত্মসাৎ করার মামলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত মশিউর রহমান দিনাজপুরের বিরল উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
তিনি জানান, বিভিন্ন প্রকল্পের টাকা হিসাবরক্ষকের দপ্তর থেকে চেক তুলে অফিসে জমা না দিয়ে স্বাক্ষর জাল করে দুই দফায় ডিমলা সোনালী ব্যাংক পিএলসি শাখা থেকে টাকা উত্তোলন করেন। সর্বমোট ৩০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা উত্তোলন করে তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে তিনি অফিসে না আসায় টাকার বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানতে পারেন, অফিস সহকারী মশিউর রহমান সোনালী ব্যাংক পিএলসি শাখা থেকে টাকা উত্তোলন করে আত্মগোপনে গেছেন। এরপর ডিমলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল হক বাদী হয়ে ডিমলা থানায় প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের একটি মামলা দায়ের করেন।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ বিকেলে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আমাদের থানায় হস্তান্তর করেছে।
এআরবি