নাটোর-নওগাঁ মহাসড়কে অগ্নিসংযোগ, ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমাড়ি এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রলবোমা ও একটি ব্যানার উদ্ধার করেছে।
শুক্রবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মহিষমাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মহাসড়কে অগ্নিসংযোগের খবরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আগুন নিভিয়ে দেয়। সেখান থেকে ককটেল, পেট্রলবোমা এবং নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি সম্বলিত ব্যানার উদ্ধার করে পুলিশ।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ি এলাকায় দুর্বৃত্তরা সড়কে অগ্নিসংযোগ করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রলবোমা ও নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছবিযুক্ত ১টি ব্যানার উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আশিকুর রহমান/এমজে