মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্রকে হত্যা

মাগুরার শালিখা উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে টিটো মন্ডল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদূর্বা গ্রামের ফটকি নদীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত টিটো মন্ডল উপজেলার গজদূর্বা গ্রামের টোকন মন্ডলের ছেলে এবং শালিখা সিংড়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে পাশ্ববর্তী বলাই নাঘোষা গ্রামের ফাহিমসহ কয়েকজন গজদূর্বা গ্রামের নদীর পাড়ে একটি কুঁড়ে ঘরে মাদক সেবন ও আড্ডা দিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে টিটো মন্ডল স্থানীয়দের জানান। পরে তারা ঘটনাস্থলে গিয়ে মাদক সেবনে বাধা দেন। এ সময় মাদকসেবীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
হামলায় টিটো মন্ডলসহ পাঁচজন গুরুতর আহত হন। আহতদের চিৎকারের শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক টিটো মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে লাবিব, ডলার, মাহিম ও শাকিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ান ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় তিনজনের নামসহ অজ্ঞাত পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত সিফাত বিন ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে কলেজছাত্র টিটো মন্ডলের হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তাছিন জামান/এআরবি