ডিবি পুলিশ সেজে ফার্নিচার-বোঝাই পিকআপ লুট, অবশেষে আটক

বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ডিবি পুলিশের পরিচয়ে ফার্নিচার-বোঝাই একটি পিকআপ লুটের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম সোহেল ওরফে মোল্লা ডাকাত (৩২)। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ইছাপুর মহল্লার বাসিন্দা এবং ইয়াছিন আলীর ছেলে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে র্যাব-৮ ও র্যাব-১২-এর যৌথ অভিযানে বরিশাল শহরের কোতয়ালী থানাধীন নতুন বাজার দারোগা-বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-১২ বগুড়া কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান বিকেল ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট রাতে চালক আল-আমিন কেরানীগঞ্জ থেকে একটি পিকআপে করে ফার্নিচার নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন। ভোরের দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কের একটি ওভারপাসে পৌঁছালে তিনি ডাকাত দলের কবলে পড়েন। তিনটি প্রাইভেটকারে করে আসা ১৪–১৫ জন দুর্বৃত্ত পুলিশের ব্যবহৃত সিগন্যাল লাইট জ্বালিয়ে পিকআপটির পথরোধ করে।
ডিবি পুলিশের পরিচয় দিয়ে তারা চালককে হাতকড়া পরিয়ে চালক ও হেলপারের চোখ ও হাত গামছা দিয়ে বেঁধে একটি প্রাইভেটকারে তুলে নেয়। পরে সদর উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কের ধনিয়াতলা এলাকায় তাদের ফেলে রেখে ফার্নিচারসহ পিকআপটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
এ বিষয়ে লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান বলেন, স্থানীয়দের সহায়তায় পরে চালক ও হেলপারকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সোহেল ওরফে মোল্লা ডাকাতের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে শাজাহানপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরকে