বিয়ের মঞ্চে হাদি হত্যার বিচার চাইলেন ডাকসুর হল সংসদের ভিপি কানিজ দম্পতি

বিয়ের আনন্দঘন মুহূর্তেও প্রতিবাদের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নবদম্পতি। কপালে চন্দন আর গায়ে বিয়ের সাজ থাকলেও হাতে ছিল প্রিয় সহযোদ্ধা হত্যার বিচারের দাবি। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিয়ের মঞ্চেই প্ল্যাকার্ড হাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের ভিপি কুররাতুল আইন কানিজ ও তার স্বামী সুজন বিশ্বাস।
সোমবার (৫ জানুয়ারি) ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামের মো. সুজন বিশ্বাসের সঙ্গে ভিপি কুররাতুল আইন কানিজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে বর ও কনে তাদের হাতে ‘জাস্টিস ফর ওসমান হাদি’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কনে কুররাতুল আইন কানিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসুর শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন। বর সুজন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত।
বিয়েতে আগত অতিথিরা জানান, নবদম্পতির এই উদ্যোগের মাধ্যমে ওসমান বিন হাদির ন্যায়বিচারের দাবিতে তাদের দৃঢ় অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। উৎসবের আয়োজনে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক প্রতিবাদের এমন দৃষ্টান্ত তাদের মুগ্ধ করেছে।
প্রতিবাদ প্রসঙ্গে ভিপি কানিজ বলেন, ‘হাদি ভাইয়ের ন্যায়বিচারের লক্ষ্যে আমরা আমাদের আনন্দঘন মুহূর্তেও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছি। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে।’
বর সুজন বিশ্বাস বলেন, ‘আনন্দের মুহূর্ত থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে একটি বার্তা দিতে চেয়েছি। আমরা জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির বিচার চাই– এটাই আমাদের স্পষ্ট অবস্থান।’
মো. আশিক আলী/বিআরইউ