নাজমুলের বার্ষিক আয় ৩ লাখ ৯৮ হাজার টাকা, সম্পদ ১২ লাখ ৩৮ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী মোহাম্মদ নাজমুল হাসান পেশায় একজন ব্যবসায়ী। তার সম্পদ ১২ লাখ ৩৮ হাজার ৭৭৫ টাকা ও বছরে আয় ৩ লাখ ৯৮ হাজার ৪৪২ টাকা।
নাজমুল রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা কেথুড়ী গ্রামের কৈলাশ বাড়ির মোহাম্মদ শামছুল হক পাটওয়ারীর ছেলে।
মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া নির্বাচনী হলফনামা সূত্র জানায়, নাজমুল পেশায় ব্যবসায়ী। রামগঞ্জে বিগত দিনে তার বিরুদ্ধে ১০টি মামলা ছিল। সবগুলো মামলা থেকে আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের দিন তার কাছে নগদ ৩ লাখ ৯৯ হাজার ৭৭৫ টাকা ছিল। আর্থিক প্রতিষ্ঠানে তার নামে ৩০ হাজার টাকা ও তার স্ত্রীর নামে ১ লাখ ২০ হাজার টাকা জমা রয়েছে। তার ৩ লাখ টাকা মূল্যের একটি সিএনজিচালিত অটোরিকশা আছে। তার ১ লাখ টাকার ইলেক্ট্রিক পণ্য ও ৩০ হাজার টাকা আসবাব পত্র রয়েছে। উল্লেখিত সম্পদের অর্জনকালীন মূল্য ৫ লাখ ৩৯ হাজার ৭৭৫ টাকা। এছাড়া তার নামে ৪ লাখ টাকা মূল্যের কৃষি জমি ও ৪ লাখ ১১ হাজার ৮০০ টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে।
সবশেষ আয়কর রিটার্নে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৪৪২ টাকা ও সম্পদ দেখিয়েছেন ১২ লাখ ৩৮ হাজার ৭৭৫ টাকা। তিনি সবশেষ ৩ হাজার টাকা আয়কর দিয়েছেন।
হাসান মাহমুদ/আরকে