যে মাঠে হবে বেগম খালেদা জিয়ার গণদোয়া, জানাল জেলা বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়ায় যাচ্ছেন। লন্ডনে প্রায় দেড় যুগ নির্বাসন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। তার এই সফরকে কেন্দ্র করে বগুড়াজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।
দলীয় সূত্র জানায়, ২০০৬ সালের পর এই প্রথম নিজ জেলা বগুড়ায় সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি (রোববার) তিনি বগুড়ায় পৌঁছে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) জেলা বিএনপির উদ্যোগে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে গণদোয়া মাহফিলের স্থান পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি জানান, আগামী ১২ জানুয়ারি সকাল ১০টায় বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে এই গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তার রুহের মাগফিরাত কামনায় এই গণদোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি, জেলার সর্বস্তরের মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গণদোয়া মাহফিলে কয়েক লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি হতে পারে। এ উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বগুড়া পৌরসভার উদ্যোগে শহরের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।
তারেক রহমানের আগমন ও কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতাউর হোসেন বলেন, তারেক রহমানের আগমন থেকে শুরু করে কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করবে।
তারেক রহমানের আগমনকে ঘিরে শহর থেকে গ্রাম পর্যন্ত বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই দীর্ঘদিন পর নিজ জেলার এই নেতাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন।
আব্দুল মোমিন/এএমকে