কৃষিজমির মাটি কাটায় ৮ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটায় স্বপন কবিরাজ নামে এক ব্যক্তিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার। এতে রায়পুর থানা পুলিশ সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন জায়গায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময় মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে স্বপন কবিরাজ নামে এক ব্যক্তিকে ৮ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। কৃষি জমির উপরিভাগের মাটি কাটা রোধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। যারাই মাটি কাটবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
হাসান মাহমুদ শাকিল/আরএআর