বরিশাল বিভাগের খবরাখবর

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের সময়ে শ্রমজীবীদের পর্যাপ্ত ত্রাণ দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি। সকাল সাড়ে ১১টায় নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে জেলা কমিটির সদস্যসচিব ডা. মণীষা চক্রবর্তীর সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয়। তারা ত্রাণের দাবিতে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বিক্ষোভ করেন।
অন্যদিকে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, আসন্ন ঈদুল আজহায় শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা প্রদান এবং নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য চলতি বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটি। বিভাগীয় সমন্বয়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বরিশালে বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খান সন্স টেক্সটাইল মিলের শ্রমিক-কর্মচারীরা। রোববার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিসিক শিল্পনগরীতে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অপরদিকে মুলাদী উপজেলা থেকে ৯ মাস আগে জলিল কবিরাজের স্ত্রী নুর বানু (৬০) নিখোঁজ হন। রোববার (২৭ জুন) সকালে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান আগৈলঝাড়া থানার এসআই মিলটন। শনিবার (২৬ জুন) রাতে কয়েকজন যুবক একটি চায়ের দাকানের সামনে নিখোঁজ ওই বৃদ্ধাকে পেয়ে ৯৯৯ নম্বরে কল করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জন করোনা পরীক্ষা কারালে তার মধ্যে ৪৬ দশমিক ৮০ শতাংশ পজিটিভ শনাক্ত হয়েছে। এদিকে বিভাগে ২৪ ঘণ্টায় ১৫০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ১৮। এই সময়ে করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আর করোনা আক্রান্ত একজন মৃত্যুবরণ করেছেন। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯৯।
বরগুনা জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম মিরাজ জানান, এক দিনের ব্যবধানে বরগুনায় করোনা শনাক্তের হার দ্বিগুণ হয়েছে। শুক্রবার (২৫ জুন) সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। আর গত ২৪ ঘণ্টায় ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। তবে এই সময়ে এই জেলায় কেউ মৃত্যুবরণ করেননি।
জেলার আমতলী উপজেলার ঢাকা-কুয়াকাটা মহাসড়কের চাওড়া ইউনিয়নের আমড়াগাছিয়া সেতু এলাকায় বাবার হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় আবদুল্লাহ (৭) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত আবদুল্লাহ চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের হাবিব পহলানের ছেলে। নানা বাড়ি থেকে বাবার সঙ্গে নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
ভোলা সংবাদদাতা জানান, লকডাউন শুরুর খবরে ভোলার নৌরুটে যাত্রীদের ভিড় বেড়েছে অস্বাভাবিকভাবে। এ কারণে রোববার (২৭ জুন) সকাল থেকেই নৌরুটে ভোলা-লক্ষীপুর রুটের ইলিশা ঘাট ভোলা-বরিশাল রুটের ভেদুরিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। লঞ্চ বন্ধ থাকায় সকাল থেকেই লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট দিয়ে যাত্রীবোঝাই সি ট্রাক, স্পিডবোট ও ফেরিতে করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মানুষ উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ভোলায় ফিরছে।
জেলার দৌলতখান উপজেলার ৮ আনসার ও ভিডিপি সদস্যকে বাইসাইকেল দেওয়া হয়েছে। ‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত বাহিনীর কমান্ড্যান্ট মো. আহসান উল্লাহ আনসার সদস্যদের কাছে বাইসাইকেল তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে গণ্যমান্য অনেকে উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলা প্রতিনিধি আবীর হাসান জানান, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদকে অবাঞ্চিত ঘোষণা করে জেলা প্রশাসনে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা। রোববার (২৭ জুন) এর সত্যতা জানিয়ে প্রেসক্লাব সভাপতি রতন কুমার দাস জানান, করানা নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক এক জরুরি বৈঠকে উপজেলা সাংবাদিকদের নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দেন এবং সাংবাদিকদের ওপর চড়াও হন। এর প্রতিবাদে স্মারকলিপি দিয়ে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
পটুয়াখালী জেলা প্রতিনিধি মহিব্বুল্লাহ্ চৌধুরী জানান, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশধোনী) প্রকল্প আওতায় পটুয়াখালীতে খননকৃত দোনখালের সুবিধাভোগীদের মাঝে পোনা ও খাবার বিতরণ করা হয়েছে। রোববার (২৭ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে বড় বিঘাই ইউনিয়নের চাষিদের মাঝে মাছের পোনা ও খাবার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
এদিকে কোভিড-১৯ করোনাভাইরাস মহামারির কারণে সেশনজটমুক্ত করার লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য নীতিমালা অনুমোদিত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমের রিজেন্ট বোর্ডের ৪৭তম সভায় রিজেন্ট বোর্ড চেয়ারম্যান ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের সভাপতিত্বে সভায় এই নীতিমালা অনুমোদন দেওয়া হয়।
অপরদিকে পটুয়াখালীতে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সঙ্গে পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুন) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সভা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সালিশ বৈঠকে কিশোরী মেয়ে দেখে পছন্দ হওয়ায় তাৎক্ষণিক বিবাহ করা সেই চেয়ারম্যানকে এবার তালাক দিয়ে বাবার বাড়ি ফিরে গেছেন কিশোরী নসিমন বেগম। শনিবার (২৬ জুন) রাতে তালাকের বিষয় কিশোরীর বাবা নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।
পটুয়াখালীর দশমিনায় করোনায় আক্রান্ত হয়ে তাসলিমা বেগম ওরফে সবিতা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার (২৬ জুন) রাত ১১ টা৩৮ মিনিটে সিভিল সার্জন ডা মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি কাজী সাঈদ জানান, কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের দোভাষী পাড়া খালের ওপর নির্মিত গার্ডার সেতুটি সকালে ভেঙে যায়। ২০ মিটার দৈর্ঘ্য ও ৫.৫ মিটার প্রস্থের সেতুটি দুই গার্ডারের মধ্যখান দিয়ে ভেঙ্গে গেছে। দুর্ঘটনার পর পরই নির্মাণ শ্রমিকরা পালিয়ে গেছে। এর ফলে দুই ইউনিয়নের সাথে কুয়াকাটা পৌরসভার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে ভোগান্তিতে পরেছে কয়েক হাজার মানুষ।
ঝালকাঠি জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন জানান, জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন। সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মো. সাখাওয়াত হোসেনকে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা এবং জেলার সকল ইউএনও উপস্থিত ছিলেন।
সৈয়দ মেহেদী হাসান/এনএ