গাজীপুরে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ছিনতাই

গাজীপুরে হাবিব চৌধুরী নামে এনসিপির এক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে তার শরীরে গুলি লাগেনি। তিনি এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর বাসন থানাধীন মোগরখাল জুগীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল্লা আল মুহিম ঘটনাটি নিশ্চিত করে বলেন, হাবিব চৌধুরী অনলাইনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। সেখান থেকে এক যুবক মোটরসাইকেল কেনার কথা বলে তাকে মোগরখাল এলাকায় ফাঁকা একটি স্থানে নেন। সেখানে মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে দুই ছিনতাইকারী মোটরসাইকেল চালু করে হাবিবকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। এ সময় হাবিব চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন।
ভুক্তভোগী এনসিপি নেতা হাবিব চৌধুরী বলেন, আমার বাইকের মূল্যের চেয়ে তারা কিছুটা বেশি বলেছিল দাম। আমি তাদের বাইক দেখাতে গেলে একজন আমার বাইকের কাগজ নেয় আরেকজন চালিয়ে দেখবে বলে কিছুটা দূরে গিয়ে অপরজনকে ডাক দিয়ে আমার দিকে দুটি গুলি নিক্ষেপ করে।
বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ জানান, ঘটনাটি শুনার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বার কারা এটা করেছে তার সন্ধানে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।
আরএআর