রংপুরে প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য আটক, ডিজিটাল ডিভাইস জব্দ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আগের দিন রংপুরে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসহ অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে নগরীর পুলিশ লাইনসংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি মোড় থেকে তাদের দুজনকে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী আজ বিকেল ৩টার দিকে তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
সনাতন চক্রবর্তী বলেন, একটি চক্র আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন যে ডিজিটাল ডিভাইস সরবরাহের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং এ সময় গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাচ্ছে।
এই পুলিশ কর্মকর্তা জানান, আটক দুজনের সঙ্গে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের একটি বড় সিন্ডিকেট জড়িত থাকতে পারে। সে কারণে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।
এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়ায় পরীক্ষার্থীদের বিভ্রান্ত না হতে সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আগামীকাল ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় একযোগে অনুষ্ঠিতব্য এই পরীক্ষাকে ঘিরে দালাল বা প্রতারকচক্রের প্রলোভনে পড়ে কোনো ধরনের টাকা লেনদেন না করারও আহ্বান জানিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে পরীক্ষার সব কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হওয়ায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
ফরহাদুজ্জামান ফারুক/এআরবি