দেশের কল্যাণে সঠিক নেতৃত্ব বাছাইয়ের মূল দায়িত্ব জনগণের

জাতীয় নির্বাচনে যোগ্য, মানবিক এবং ঘুষ, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকে ভোট প্রদানের মাধ্যমে ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।
তিনি বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক হিসেবে দেশের কল্যাণে সঠিক নেতৃত্ব বাছাইয়ের মূল দায়িত্ব জনগণের। ভোট প্রদানের মাধ্যমেই রাষ্ট্রের চাবি জনগণের হাতে আসবে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রংপুর সদর উপজেলার সদ্যপুস্কুরণী ইউনিয়নের কেশবপুর গ্রামে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে 'ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি' বিষয়ক এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় রংপুর জেলা তথ্য অফিস এই উঠান বৈঠক আয়োজন করে।
মহাপরিচালক তার বক্তব্যে নির্বাচন ও গণভোটের পদ্ধতি, সংস্কার প্রক্রিয়া এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের খুঁটিনাটি বিষয় আলোকপাত করেন।
তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠন, সংসদের উচ্চ ও নিম্নকক্ষ গঠন, নারীদের আসন বৃদ্ধি এবং ইন্টারনেট শাটডাউন প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সফল করতে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।
শহীদ আবু সাঈদ প্রসঙ্গে তিনি বলেন, আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে যে আন্দোলনের স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তার মূল লক্ষ্য ছিল একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। জনগণের সেবক হওয়ার মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের নির্বাচিত করাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাপরিচালক জানান, ভোটারদের কেন্দ্রে আসতে উৎসাহিত করতে দেশজুড়ে ‘উঠান বৈঠক’ ও ‘ভোটের গাড়ি’র মাধ্যমে প্রচারণা চলছে। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‘ভোটের রিকশার’ মাধ্যমে দেশের সব উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।
রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি) মীর মো. আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন) সৈয়দ এ মু’মেন, উপপরিচালক নাসিমা খাতুনসহ জেলা ও আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে পাঁচ শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
পরে উঠান বৈঠক শেষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে তরুণ ও নারী ভোটারদের ভোটদান ও গণভোটে উদ্বুদ্ধ করার লক্ষ্যে টেন মিনিটস ব্রিফ ও ভোটালাপে অংশ নেন তিনি।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে