টিনের চাল কেটে ডাকাতি, স্বর্ণালংকারসহ সাড়ে তিন লাখ টাকা লুট

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামে গভীর রাতে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল একটি বাড়ির টিনের চাল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে গেছে।
শনিবার (১০ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৪টার দিকে আমুড়িয়া গ্রামের মাঝিপাড়ায় ব্যবসায়ী মুস্তাফিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মুস্তাফিজুর রহমান বলেন, গভীর রাতে হঠাৎ করেই ডাকাতরা আমার বাড়ির টিনের চাল কেটে ভেতরে ঢুকে পড়ে। হাতে অস্ত্র নিয়ে তারা আমাকে ও আমার পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। কোনো কথা বলার সুযোগ না দিয়েই আমাদের মারধর শুরু করে। খুব ভয়ংকর একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম আমরা।
তিনি আরও বলেন, আমি পেশায় গরুর ব্যবসায়ী। কয়েক দিন আগে গরু বিক্রি করে যে টাকা পেয়েছিলাম, সেই সাড়ে তিন লাখ টাকা ঘরেই রাখা ছিল। পাশাপাশি প্রায় তিন ভরি স্বর্ণালংকারও ছিল। সবকিছু ডাকাতরা নিয়ে গেছে। মনে হচ্ছে, গরু বিক্রির টাকার বিষয়টি তারা আগেই জেনে এসেছিল।
ঘটনার পর আমরা সবাই ভীষণ আতঙ্কে আছি। সঙ্গে সঙ্গে থানায় খবর দিয়েছি এবং আইনের আশ্রয় নিয়েছি। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই, যেন দ্রুত এই ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয় এবং আমরা যেন ন্যায়বিচার পাই।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান চলমান আছে।
তাছিন জামান/আরকে