কক্সবাজার-৩ আসনে বিএনপি প্রার্থীর ব্যতিক্রম উদ্যোগ

'জনগণের সেবা উন্নয়নের পথে' প্রতিপাদ্যে নিজস্ব ওয়েবসাইট খুলেছেন কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল।
www.kazalbnp.com ঠিকানার ওয়েবসাইটটিতে প্রবেশ করে আসনের ভোটাররাসহ যে কেউ সাবেক এই সংসদ সদস্যকে দিতে পারবেন পরামর্শ, যার জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।
শনিবার (১০ জানুয়ারি) রাতে শহরের নিরিবিলি অর্কিডের হলরুমে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়।
পরামর্শ প্রদানের পাশাপাশি ওয়েবসাইট পরিদর্শনকারীরা জানতে পারবেন লুৎফুর রহমান কাজলের জীবনী, আন্দোলন-সংগ্রাম ,উন্নয়ন তথ্য ,আগামী নির্বাচনে অঙ্গীকার ও প্রতিশ্রুতি সহ নানান তথ্য।
প্রসঙ্গত, কক্সবাজার জেলায় চারটি আসনে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে কাজলই প্রথম নিজস্ব ওয়েবসাইট চালু করলেন। তিনি ২০০৮ সালে কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ইফতিয়াজ নুর নিশান/এমটিআই