সিলেট থেকে ওড়া বেলুন নিয়ে ভারতে তোলপাড়

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে ওড়ানো একটি গ্যাস বেলুন সীমান্ত অতিক্রম করে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় গিয়ে পড়েছে। এতে স্থানীয়ভাবে কিছু সময়ের জন্য চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়।
ভারতীয় গণমাধ্যমের তথ্যানুসারে, রোববার (১১ জানুয়ারি) ভোরে আকাশ থেকে একটি সাদা বেলুন ভারতের শিলচর শহরের উপকণ্ঠে মাসিমপুর সুবেদার বস্তি এলাকায় গিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা মাঠে গবাদিপশু চরাতে গিয়ে বেলুনটি দেখতে পান এবং ভিডিপি সম্পাদক সুমন দাসকে খবর দেন। পরে বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িকে জানানো হয়।
খবর পেয়ে সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতীম দাস ঘটনাস্থলে যান। বেলুনটি পরীক্ষা-নিরীক্ষার পর ভেতরের গ্যাস বের করে সেটিকে এসএসপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে জানানো হয় যে বেলুনটি বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি স্কুলের অনুষ্ঠানের বেলুন।
ভারতের স্থানীয় সাংবাদিক মঞ্জুর আহমদ বলেন, ওই এলাকায় ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ-এর কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের সদর দপ্তর থাকায় প্রথমে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। তবে প্রাথমিক তদন্ত শেষে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সাংবাদিকদের জানান, এটি একটি স্কুলের বার্ষিকী উপলক্ষে ওড়ানো সাধারণ বেলুন এবং এতে তিনটি ছবি সংযুক্ত ছিল।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ঢাকা পোস্টকে জানান, গত শুক্রবার ও শনিবার (৯ ও ১০ জানুয়ারি) বিদ্যালয়ে ‘নীলা জয়ন্তি’ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে আগত ৩২ জন প্রাক্তন শিক্ষার্থীসহ আড়াই হাজারের বেশি বর্তমান ও সাবেক শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি বড় আকারের গ্যাস বেলুন উড়ানো হয়, যাতে বিদ্যালয়ে অবদান রাখা তিনজন স্পন্সর সদস্যের ছবি সংযুক্ত ছিল। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হওয়ার পর বেলুনটি নামানোর সময় রশি ছিড়ে গেলে সেটি আকাশে ভেসে যেতে থাকে।
তিনি আরও জানান, এই ঘটনার পর ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও আয়োজকদের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মজার ছলে মন্তব্য করছেন একটি স্কুলের আনন্দের বেলুন এবার সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক আলোচনায় এসেছে।
আরকে