চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা, ৭ জনের বিরুদ্ধে মামলা

নীলফামারীর সৈয়দপুরে চুরির অপবাদ সহ্য করতে না পেরে রোকনুজ্জামান (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) রাতে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শনিবার উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার জহিরুল ইসলাম বাট্টুর ছেলে।
আসামিরা হলেন- উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর বানিয়া পাড়ার আব্দুর রশিদ (৪৫), মোহাম্মদ আলী (৫৮), সেকেন্দার আলী সেকেন (৬০), ছাবের আলীর ছেলে আমজাদ হোসেন (৩৫), আব্দুর রহমানের ছেলে মাজেদুল ইসলাম (৩৩), ইমরান (২৫) এবং পশ্চিম বেলপুকুর কালারভিটার মৃত বাবুর ছেলে মো আফজাল হোসেন (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রোকনুজ্জামানের বাড়ির পাশ থেকে আব্দুর রশীদ নামে এক ব্যক্তির একটি গরু চুরি হয়। পরে সন্ধ্যার দিকে গরুটির সন্ধান পাওয়া যায়। গরু পাওয়ার পর রাতে রোকনুজ্জামানকে ডেকে এনে গরু চুরির অভিযোগ তুলে স্থানীয়ভাবে সালিশ বসানো হয়। এ সময় তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়।
এরপর শনিবার ভোরে গরুর মালিক আব্দুর রশীদ মসজিদের মাইকে রোকনুজ্জামানকে চোর বলে ঘোষণা দেন। এই ঘোষণা শোনার পর রোকনুজ্জামান নিজ ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনার পর তার বাবা জহিরুল ইসলাম বাদী হয়ে থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।
এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, এ ঘটনায় ছেলের বাবা বাদী হয়ে থানায় আত্মহত্যার প্ররোচনায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
আরএআর