‘স্বতন্ত্র ডিও লেটার দিয়ে ছেলেমেয়ের চাকরি হবে না’

ছেলেমেয়ের চাকরির ক্ষেত্রে বিএনপির ডিও লেটার লাগবে বলে মন্তব্য করেছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী।
গত শনিবার (১০ জানুয়ারি) রাতে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক উঠান বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। সোমবার (১২ জানুয়ারি) তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়।
খন্ডিত সেই ভিডিওতে রফিকুল ইসলাম হিলালী বলেন, ‘আজকে ব্যক্তিগতভাবে রাগ বিদ্বেষ থাকলেও, আজকে যদি আপনাদের ছেলেমেয়ে ভাইবোনের চাকরির দরকার পড়ে এটা কিন্তু বিএনপির এমপির ডিও লেটার লাগবে। স্বতন্ত্র ডিউ লেটার দিয়ে কিন্তু আপনার ছেলেমেয়ের চাকরি হবে না । সঙ্গত কারণে যারা আজকে স্বতন্ত্র করতেছেন, তারা আজকে নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন। এই লোকটা কি না পাইছে কও দেখি? কি না দিছি আমরা?’
তার এমন বক্তব্যে ক্ষুব্ধ কেন্দুয়া-আটপাড়া এলাকার ভোটাররা। তারা বলছেন- তিনি এমনভাবে কাউকে বলতে পারেন না। এমন বক্তব্যের পরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
কেন্দুয়া উপজেলার মাসকা গ্রামের আব্দুস সালাম বলেন, হিলালী ভাই ধানের শীষ প্রতীকে নির্বাচন করতেছেন এটা ভালো কথা। কিন্তু আরেকজন প্রার্থীকে এভাবে ছোট করে কথা বলা এটা তার মতো মানুষের কাছে আমরা আশা করি না। উনি যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন, তিনিও আমাদের এই নির্বাচনী আসনের একজন জনপ্রিয় ব্যক্ত। তাকে এভাবে ছোট করে কথা বলা তার উচিত হয়নি। এ ধরনের কথাবার্তা নির্বাচনী পরিবেশকে উত্তেজিত করে তোলে।
নাম প্রকাশ না করার শর্তে রফিকুল ইসলাম হিলালীর এক সমর্থক বলেন, নেতা হয়তো কথা প্রসঙ্গে বিষয়টা বলে ফেলেছেন। তবে বিষয়টি এতটা সিরিয়াস না। এটা আসলে উনার বিপক্ষে একটি মহল অপপ্রচার চালাচ্ছে- যেটা আমরা আশা করি না।
এমন বক্তব্যের বিষয়ে কথা বলতে রফিকুল ইসলাম হিলালীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি বলেন, আমি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি না, নো কমেন্টস।
রফিকুল ইসলাম হিলালীর বক্তব্যের বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. আনোয়ারুল হকের সাথে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
চয়ন দেবনাথ মুন্না/আরএআর