বিএনপি-যুবদল নেতার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগ রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ব্যক্তিগত মানহানিকর মন্তব্যের অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দুটি পৃথক অভিযোগ দাখিল করেছেন। উভয় অভিযোগে বিএনপি-সমর্থিত স্থানীয় নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ভাষা ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।
অভিযোগে সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে অনুষ্ঠিত প্রয়াত বেগম খালেদা জিয়ার মিলাদ মাহফিলে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁর বক্তব্যকে কেন্দ্র করে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, তিনি বলেন, রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই। অন্যান্য অকথ্য ও মানহানিকর বক্তব্য দেন।
এর আগে গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত আরেকটি মিলাদ মাহফিলে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের বক্তব্যকেও অভিযোগে আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে- তিনি বলেন, রুমিন ফারহানা টিস্যু পেপার হয়ে গেছে, টিস্যু পেপার কাজে লাগে না। একইভাবে অশালীন ভাষা ব্যবহার তিনি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে রুমিন ফারহানা আরও লিখেছেন, উপরোক্ত অভিযোগসমূহ গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন এই প্রত্যাশা রাখছি।
ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। একই আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব। নির্বাচনী প্রচারণা তীব্র হওয়ায় পক্ষগুলোর মধ্যে বাকবিতণ্ডা ও অভিযোগ-পাল্টা অভিযোগ বেড়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি আইনানুগ প্রক্রিয়ায় যাচাই করা হবে এবং প্রয়োজনে বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে। নিয়ম লঙ্ঘন প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাজহারুল করিম অভি/আরএআর