ভাইয়ের জন্য ভোট চেয়ে ২০ হাজার টাকা জরিমানা দিলেন ছোট ভাই

ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর জন্য ভোট চেয়ে জরিমানা গুনলেন তার ছোট ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা সিন্দুরপুর ইউনিয়নের দক্ষিণ কৌশুল্লা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দক্ষিণ কৌশুল্লা গ্রামে আবদুল আউয়াল মিন্টুর পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক করেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও তার স্ত্রী শাহিনা আকবর। আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহাম্মদ ডিপলু জরিমানার অর্থ পরিশোধ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে ও সবাই যেন আচরণবিধি মেনে চলেন সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়েছে। ইতোমধ্যে জরিমানার অর্থ পরিশোধ করেছেন।
তারেক চৌধুরী/এমএএস