আশুলিয়ায় গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

সাভারের আশুলিয়ায় গাড়ি চাপায় মো. সুমন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার আশুলিয়া থানার নয়ারহাট এলাকার মোবারকের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করতো।
পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় সুমন রাস্তা পার হচ্ছিল। এসময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পথচারীরা সাভার হাইওয়ে থানা পুলিশকে খবর দেন।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাহজাহান ঢাকা পোস্টকে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে গাড়ি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
লোটন আচার্য্য/এনএফ