গাড়ি চাপায় পাম্পকর্মী নিহত : গ্রেপ্তার সুজন যুবদলের কেউ না

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ফিলিং স্টেশনের কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া মো. আবুল হাসেম সুজন (৫৪) যুবদলের কেউ নন বলে জানিয়েছে রাজবাড়ী জেলা যুবদল।
রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মো. আবুল হাসেম সুজন নামে এক গাড়ির মালিকের বিরুদ্ধে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাওয়াতে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। যাকে যুবদল নেতা পরিচয়ে গতকাল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে।
প্রকৃতপক্ষে মো. আবুল হাসেম সুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় বিধি ভঙ্গ করে ২০১৯ সালের ২৮ জানুয়ারি রাজবাড়ী শহরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। যা দৈনিক মানবজমিনসহ জাতীয় ও স্থানীয় অনেক পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে সুজনের সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই।
তাই আজ থেকে প্রায় ৭ বছর আগে পদত্যাগ করা একজনকে যুবদল পরিচয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা সত্যিই দুঃখজনক। জাতীয়তাবাদী যুবদল সব সময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনীতির চর্চায় বিশ্বাসী এবং কোনো ধরনের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না।
যুবদল স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই। তাই অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের এবং এ জাতীয় অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
এসময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল খায়রু,রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক গাজী মাসুদ রানা,জেলা যুবদলের নেতা রকিব হাসান মিঠুন প্রমূখ উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/আরকে