খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনায় ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) খুলনার মূখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলার আবেদন গ্রহণ করে তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) আদালতে মামলার আবেদন করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।
মামলার বাদীর আইনজীবী বাবুল হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, আজ আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি আমলে নিয়ে সোনাডাঙ্গা থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একাধিক ভিডিওতে আমির হামজা ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে আপক্তিকর বক্তব্য দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আমির হামজার এ রকমের বক্তব্য আরাফত রহমান কোকো ও জিয়া পরিবারের সম্মান, সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। ১৬ জানুয়ারি খুলনার সোনাডাঙ্গার সিএন্ডবি কলোনী এলাকায় কোকো স্মৃতি কার্যালয়ে অবস্থান করার সময়ে বাদী এসব বক্তব্য শোনেন এবং দেখেন।
মামলার বাদী মো. জহিরুল ইসলমা বাপ্পি বলেন, আরাফত রহমান কোকোকে নিয়ে আমির হামজা কটুক্তি করেছেন। তাকে অপমান করেছেন। আমির হামজার এ বক্তব্য প্রত্যাহার করতে হবে। তাকে আইনের আওতায় আনতে হবে।
মোহাম্মদ মিলন/আরকে