সেন্টমার্টিনের সেই চাওয়ালাকে সহযোগিতা করবে জেলা প্রশাসন

‘আমি একজন প্রতিবন্ধী মানুষ। চা খেয়ে আমাকে সহযোগিতা করুন।’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চা বিক্রি করে বেড়ানো ষাটোর্ধ্ব বৃদ্ধ আবুল হোসেনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকলীন চাওয়ালা আবুল হোসেনকে জরিমানা না করে তার ব্যবহৃত প্লাস্টিক পণ্যগুলো কিনে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।
নাফিস ইনতেসার নাফি বলেন, সেন্টমার্টিনে প্লাস্টিক নিষিদ্ধ। মানবিক বিবেচনায় চা বিক্রেতা আবুল হোসেনকে অর্থদণ্ড না দিয়ে প্লাস্টিক পণ্যগুলোর অর্থ ফেরত দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার জীবিকার জন্য স্থায়ী ব্যবস্থা করে দেওয়া হবে এবং সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।
আবুল হোসেন বলেন, চা বিক্রি করে আমি ও আমার পরিবার চলি। ম্যাজিস্ট্রেট সাহেব আমার প্লাস্টিক পণ্যগুলো কিনে নিয়েছেন। স্থায়ী সহযোগিতা পেলে আমার জন্য ভালো হবে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুর বলেন, পর্যটনের কারণে দুই মাস জীবিকা থাকলেও বছরের বাকি দশ মাস দ্বীপের মানুষকে মানবেতর জীবন যাপন করতে হয়। আবুল হোসেন দাদার বড় পরিবার, চা বিক্রি করে তার জীবন চলে। প্রশাসন যদি তার জন্য কিছু করে এটি সত্যিই ইতিবাচক কাজ হবে।
এর আগে গত ১৫ ডিসেম্বর, আবুল হোসেনকে নিয়ে ঢাকা পোস্টে ‘আমি একজন প্রতিবন্ধী, চা খেয়ে সহযোগিতা করুন’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
ইফতিয়াজ নুর নিশান/আরকে