নতুন ভোটারদের সামনে রাষ্ট্রের চরিত্র বদলের সুযোগ এসেছে : ফারুক ই আজম

নতুন ভোটাররা এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র পরিবর্তনের সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বগুড়া সদর উপজেলার ফাঁপোর এলাকায় স্থানীয় ভোটারদের নিয়ে জেলা তথ্য অফিস আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফারুক ই আজম বলেন, বিগত স্বৈরাচার সরকার সংবিধান থেকে হ্যাঁ-না ভোট ব্যবস্থা বাতিল করেছিল। কিন্তু এবার গণভোটের মাধ্যমে জনগণের ইতিবাচক রায়ের ভিত্তিতে আগামী দিনে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
সাধারণ জনগণের উদ্দেশ্যে হ্যাঁ ভোটের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, আপনারা যদি হ্যাঁ ভোট দেন, তাহলে রাষ্ট্রের কাছ থেকে বহুবিধ সুযোগ-সুবিধা পাবেন। আর না ভোট দিলে সে সুবিধা পাওয়া যাবে না। ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান ঠেকাতে রাষ্ট্রের চাবিকাঠি জনগণের হাতে রাখার এই সুযোগ যেন জাতি হারিয়ে না ফেলে সেদিকেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এই উপদেষ্টা।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এ সময় জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আব্দুল মোমিন/আরএআর