ময়মনসিংহ বিভাগের ২৮ জুনের খবরাখবর

ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৮৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আট রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন করোনায় আক্রান্ত এবং ছয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন। জেলায় শনাক্তের হার ১৭ দশমিক ৮৬ শতাংশ।
করোনার লাগাম টেনে ধরতে সরকার ঘোষিত সীমিত লকডাউনে ময়মনসিংহে থেমে নেই মানুষের চলাচল। সোমবার সকাল থেকে দোকান, মার্কেট ও শপিংমল না খুললেও অটোরিকশা, সিএনজি কিংবা পিকআপের বিচরণ ছিল জেলাজুড়ে। তবে বন্ধ রয়েছে সব ধরনের বাস।
এদিকে নগরীর বিভিন্ন এলাকার হোটেল ও দোকানপাটে অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ না মানায় ২০ মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নগরীর নতুন বাজার ও গাঙ্গিনারপাড়ে অভিযান চালিয়ে দোকানে বসিয়ে খাওয়ানোর দায়ে তিনটি বিরিয়ানি হাউসকে ৩ হাজার টাকা করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে বিভাগীয় পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত এবং উন্নয়ন শাখার উচ্চমান সহকারী নেপাল কান্তি দাশ। সোমবার তাদের হাতে এই পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।
লকডাউনের কারণে স্থগিত হয়ে গেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চলমান সব পরীক্ষা। পরিবহন বন্ধ থাকায় সোমবার ক্যাম্পাস থেকে ১৫টি বাসে করে শিক্ষার্থীদের বিভাগীয় শহরগুলোতে পৌঁছে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার মদনে ৩৫ বছর বসয়ী যুবকের সঙ্গে চতুর্থ শ্রেণির ছাত্রীর (১৪ বছর) বিয়ের আয়োজন করে পরিবারের লোকজন। সেমাবার (২৮ জুন) এ সময় ইউএনও বুলবুল আহমেদ পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। বাল্যবিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে দুই হাজার টাকা জরিমানাও করেন তিনি।
এদিকে নির্মাণাধীন একটি দোতলা ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জেলার দুর্গাপুর পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল পৌর শহরের ভাঙা ব্রিজ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গ্রামের সুবিধাবঞ্চিত গর্ভবতী নারী ও শিশুদের চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ ও মাস্ক বিতরণ করছেন ‘গরিবের ডাক্তার’খ্যাত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি। সোমবার (২৮ জুন) দুপুরে শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দের নগর নয়াপাড়া গ্রামে অসহায় নারী ও শিশুদের সেবা দেন ডা. অমি।
এদিকে শেরপুরে করোনায় আক্রান্ত হয়ে নূর হোসেন ও সোহাগ (২২) নামে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।
জামালপুর সংবাদদাতা জানান, জামালপুরের মাদারগঞ্জে শাহিদা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার ১১ বছর পর দুই ভাসুরসহ তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (২৮ জুন) দুপুরে জামালপুরের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খান এই রায় দেন।
উবায়দুল হক/এনএ