নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমাদের সমাজেরই একটি অংশ চায় না নির্বাচন ভালো ও সুষ্ঠু হোক। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে কোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গণতন্ত্র রক্ষায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামী নির্বাচনে কী হবে আর কী হবে না— তা অনেকটাই তরুণদের হাতেই নির্ধারিত হবে। তাই ভোটাধিকার প্রয়োগে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
নির্বাচনে পর্যবেক্ষক প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন, যা নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা আরও বাড়াবে।
তৌহিদ হোসেন বলেন, পরিবর্তনের স্বার্থে সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচারণা চালানো হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন চায়।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা তাদের কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে। ব্যক্তিগতভাবে কারও কোনো রাজনৈতিক মত থাকতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে তার কোনো প্রকাশ গ্রহণযোগ্য নয়।
সভায় নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা, আন্তঃদপ্তর সমন্বয় এবং ভোটার উপস্থিতি বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোহাইব মাকসুদ নুরনবী/আরএআর