নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যানসহ ৮ জন

নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ ইউনিয়ন পরিষদের আরও আটজন জনপ্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে নীলফামারী-২ আসনের বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরি তুহিন ফুল দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করান।
বিএনপিতে যোগদানকারীরা হলেন-মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মোহাম্মদ মজনু, মনি বেগম, আঞ্জুআরা বেগম ও মমতা বেগম।
বিএনপির নেতাকর্মীরা জানান, বিপুলসংখ্যক জনপ্রতিনিধির একসঙ্গে বিএনপিতে যোগদান শুধু দলের সাংগঠনিক শক্তিই বাড়াবে না, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ বিষয়ে শাহরিন ইসলাম চৌধুরি তুহিন বলেন, নীলফামারীকে নিরক্ষরমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি একে শিক্ষানগরী ও স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শুধু ইপিজেডেই নয়, আরও ১ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা আছে। আজকে যারা বিএনপিতে যোগদান করেছে তাদের স্বাগত জানাই।
শাহজাহান ইসলাম লেলিন/এএমকে