রংপুর বিভাগের ২৮ জুনের খবরাখবর

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ে ৩ জন, দিনাজপুরে ৩, রংপুর ও লালমনিরহাটে ১ জন করে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের আটটি জেলায় ৫২০ জন করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় রংপুরে ৬২ রয়েছেন।
এদিকে গাঁজা সেবনের সময় আসিফ মোহাম্মদ জাকিউল আমিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পরশুরাম থানা পুলিশ। আটক যুবক গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের ছেলে। সোমবার (২৮ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের প্রথম দিনে রংপুরে সবকিছুই স্বাভাবিক ছিল। সড়কে গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও দৌরাত্ম্য ছিল রিকশা-অটোরিকশা ও মোটরসাইকেলের। পণ্যবাহী যানবাহনের পাশাপাশি থ্রি-হুইলার, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মিনিবাস চলাচল করতে দেখা গেছে। খোলা ছিল শপিংমল, মার্কেট ও ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।
রংপুর মহানগরে শোভাবর্ধনের লক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় লালকুঠি মোড় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সিটি মেয়র মোস্তাফিজার রহমানের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।
এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা এরফান আলীর ওপর সন্ত্রাসী হামলা ও তার বাড়িঘর ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড। সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন সমাবেশ থেকে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
লালমনিরহাট প্রতিনিধি জানান, জেলার কালীগঞ্জে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নিজাম উদ্দিন টেরা (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ জুন) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার কাকিনার উত্তর গোপাল রায় গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এদিকে জেলার হাতীবান্ধায় শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ যুবলীগ নেতা মিজানুর রহমান ও তার সহযোগি সাজু মিয়াকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। আটক মিজানুর রহমান গোতামারী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবলীগের সদস্য।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের বেলের ভিটা গ্রামে পারিবারিক কলহের জেরে ফাহিম (৫) নামে এক প্রতিবন্ধী শিশুকে জোরপূর্বক আটকে রেখেছিলেন তার বাবা। অভিযোগ পেয়ে শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
এদিকে রাজু আহমেদকে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৮ জুন) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক বছরের জন্য অনুমোদিত এই কমিটিতে আরও সাতজন রয়েছেন।
পঞ্চগড় প্রতিনিধি জানান, ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় হাসিনা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) রাতে তেঁতুলিয়া উপজেলার মনিগছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত হাসিনা বেওয়া ওই এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের সহধর্মণী।
নীলফামারী প্রতিনিধি জানান, সৈয়দপুর পৌরসভার জন্য ২০২১-২২ অর্থবছরের ১৩১ কোটি ১৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১২৭ কোটি ৪৩ লাখ ৮ হাজার ৮৭৮ টাকা এবং রাজস্ব খাতে ২৬ কোটি ৪৯ লাখ ২২ হাজার ৯৭৯ টাকা। সোমবার (২৮ জুন) বিকেলে পৌর মেয়র রাফিকা আকতার জাহান বাজেট উপস্থাপন করেন।
উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর) জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা ১৬৫ জনে পৌঁছেছে। একই সময়ে দিনাজপুর সদরের ৩ জন ও বিরল উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এনএ