ঢাকা বিভাগের ২৮ জুনের খবরাখবর

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুর পৌরসভার গাড়ারণ এলাকার বাঁশঝাড়ের ভেতর থেকে সোমবার দুপুরে এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি পাবনার ঈশ^রগঞ্জ থানার আটঘরিয়া এলাকার আসাদের স্ত্রী এবং শ্রীপুর পৌরসভাস্থ হ্যামস গার্মেন্টস কারখানার কর্মী ময়নার (৪০) বলে শনাক্ত করেছে পুলিশ।
জেলার শ্রীপুর উপজেলায় এক কিশোরী (১৯) পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় রোববার রাতে ভিক্টিম মামলা করার পর এক বাস সহকারী সাগর শেখকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সাগর রাজবাড়ী সদরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার কলিম উদ্দিনের ছেলে।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের সময় আফসানা আক্তার (১৮) নামে এক কিশোরী নিহত হয়েছে। রোববার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী আফাসানা আক্তার (১৮) কাচারিকান্দি গ্রামের নান্নু মিয়ার মেয়ে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া ও মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা গ্রামে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ জুন) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯২০ জন। জেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার ৫২.৫৭ শতাংশ।
শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুরের সদর উপজেলায় করোনা সংক্রমণের মধ্যে জনসমাগম করে হেলিকপ্টারে করে বউ আনায় জরিমানা গুনতে হয়েছে বরকে। সোমাবার (২৮ জুন) সাড়ে ১২টায় সদর উপজেলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে কিস্তির টাকা দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ মারা গেছেন। রোববার (২৭ জুন) দুপুরে উপজেলার কাঠাদিয়া ঈদগাঁর সামনে একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হন। মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজদিখানে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে ১১ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রোববার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিধিনিষেধ অমান্য করায় ১১ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
শিহাব খান/এনএ