সিরাজগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ছবিটি ২০১৯ সালের : জেলা পুলিশ

সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘সায়দাবাদে প্রকাশ্যে অস্ত্রের মহড়া’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর তা জেলা পর্যায়ে ছড়িয়ে পড়লে সিরাজগঞ্জের সয়দাবাদে স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে আলোচনার সৃষ্টি হয়।
তবে প্রকাশিত সংবাদের বিষয়ে বক্তব্য দিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। আজ বুধবার (২১ জানুয়ারি) জেলা পুলিশ জানিয়েছে, ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে অস্ত্রের মহড়ার এই ছবি ব্যবহার করে সংবাদটি করা হয়েছে। সম্প্রতি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ বদ্ধপরিকর।
এছাড়া সংবাদে ব্যবহার করা ছবিটি "Md Parvez Sarker" নামক একটি ফেসবুক আইডি থেকে ২০১৯ সালে প্রোফাইল পিকচার হিসেবে যে দিয়েছিল, সেটির প্রমাণও দেখিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।

সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, যে কোনো সংবাদ প্রচারিত হলে সাধারণ মানুষের যাচাই বাচাই করা উচিত। সেটা আসলে সঠিক কিনা।
সাংবাদিকদের নিয়ে তিনি আরও বলেন, আর যারা এই ধরনের সংবাদ প্রচার করে, তাদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। এসব সংবাদ প্রচারের আগেও যাচাই করে দেখতে হবে।
নাজমুল হাসান/আরকে