প্রতীক পেয়েই শোডাউন, কুমিল্লায় হাতপাখার প্রার্থীকে জরিমানা

কুমিল্লার চান্দিনায় নির্বাচনী প্রতীক পেয়েই শোডাউন করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে চান্দিনা পৌর বাজার ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার কার্যালয় সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়ে শোডাউনটি।
এতে হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পরদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণার কথা থাকলেও হাতপাখা প্রতীকের প্রার্থী বুধবার বিকেলেই চান্দিনা মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠ থেকে বিশাল একটি শোডাউন নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশসহ চান্দিনা উপজেলা সদরে প্রচারণা চালান।
তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে হাতপাখা প্রতীকের প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে এমন অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে হাতপাখার প্রার্থী মাওলানা এহতেশামুল হক কাসেমীর মোবাইল নম্বরে বেশ কয়েকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম শাওন। আসনটিতে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের সোলাইমান খানের সম্মানার্থে মনোনয়ন প্রত্যাহার করেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন।
আরিফ আজগর/আরএআর