দাঁড়িপাল্লার পক্ষে মাঠে নামছেন এনসিপি নেত্রী মিতু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জোটগত সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু নিজের মনোনয়ন প্রত্যাহারের পর মাঠপর্যায়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। প্রতীক বরাদ্দের পর বুধবার (২১ জানুয়ারি) কাঁঠালিয়া উপজেলা জামায়াত ইসলামীর অফিসে তিনি এনসিপি ও জামায়াত নেতাকর্মীদের সাথে সমন্বয় সভায় এ ঘোষণা দেন।
এর আগে গত ২০ জানুয়ারি রাতে রাজাপুরের একটি কমিউনিটি সেন্টারে ১০ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জামায়াতে ইসলামীর পাশাপাশি এবি পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোটের প্রার্থী, প্রচার-প্রচারণা এবং মাঠপর্যায়ের কর্মসূচি নিয়ে সেখানে আলোচনা হয়।
ওই সভার আগেই একই দিন বিকেলে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন ডা. মাহমুদা আলম মিতু।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের আলোচনা ও জোটগত কৌশলগত সিদ্ধান্তের ভিত্তিতে ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হককে একক প্রার্থী হিসেবে এগিয়ে নেওয়ার বিষয়ে ঐকমত্য হন নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় এনসিপির প্রার্থী হিসেবে ডা. মাহমুদা আলম মিতু নিজের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
মনোনয়ন প্রত্যাহারের পর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. মাহমুদা আলম মিতু দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। পোস্টে তিনি লেখেন, ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হক ভাইকে সাথে নিয়ে ১০ দলীয় জোটের জেলা উপজেলার দায়িত্বশীলদের সাথে রাজাপুরে পরিচিতি সমন্বয় সভা। ইনশাআল্লাহ আগামীকাল কাঠালিয়ায় থাকবো বিকেল চারটায়। এখান থেকেই আমাদের ১০ দলীয় জোটের কার্যক্রম শুরু হলো আলহামদুলিল্লাহ। ঝালকাঠি–১ এর মাটিতে ইনসাফ প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লায় ভোট চাই। আর ঢাকা-১১ তে শাপলা কলিতে ভোট চাই। পুরো বাংলাদেশে এবার ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের জয় হবে ইনশাআল্লাহ।’
ডা. মাহমুদা আলম মিতু জানান, জোটের বৃহত্তর স্বার্থ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই তিনি ব্যক্তিগত অবস্থানের ঊর্ধ্বে উঠে এই সিদ্ধান্ত নিয়েছেন। ঝালকাঠি-১ আসনে ইনসাফভিত্তিক ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি মাঠে নেমে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবেন।
এদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন জনগণের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সব দল ও মতের মানুষের সমর্থন নিয়ে ঝালকাঠি-১ আসনে সৎ, ন্যায়ভিত্তিক ও জনবান্ধব রাজনীতি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।
শাহীন আলম/আরএআর