নাগেশ্বরীতে জামায়াতের সেক্রেটারি ইসলামী আন্দোলনে যোগদান

বাংলাদেশ জামায়াতে ইসলামী দল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গসংগঠন ইসলামী যুব আন্দোলনে যোগ দিয়েছেন শাহাবুর রহমান। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ব্যাপারীরচর এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনি’র মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলামী যুব আন্দোলনে যোগদান করেন। তিনি জামায়াতের ওই পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন শাহাবুর রহমান।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শাহাবুর রহমান একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় সাংগঠনিক রাজনীতিতে যুক্ত থাকার পর তার এই সিদ্ধান্ত এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
যোগদানের বিষয়ে শাহাবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী আগে যে অবস্থানে ছিল, বর্তমানে তারা সে অবস্থানে নেই। ইসলাম কায়েমের উদ্দেশ্যে তারা আর নির্বাচন করছে না এ কথা তারা নিজেরাই স্পষ্টভাবে বলেছে। এসব বক্তব্য শোনার পর আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি।
কুড়িগ্রাম-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনি বলেন, সাম্প্রতিক সময়ে ইসলামী রাজনীতিতে যে পুনর্গঠন ও পুনর্বিন্যাস লক্ষ্য করা যাচ্ছে, শাহাবুর রহমানের যোগদান তারই একটি প্রতিফলন। শাহাবুর রহমানের যোগদান সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং তৃণমূল পর্যায়ে ইসলামী আন্দোলনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।
নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মান্নান মিঞা বলেন, এই ব্যক্তি আমাদের সংগঠনের সঙ্গে বর্তমানে জড়িত নন। তিনি আমাদের কোনো নেতা বা কর্মী নন।
মমিনুল ইসলাম/আরকে