সিলেটে সমাবেশস্থলে পৌঁছেছেন তারেক রহমান

সিলেটে থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বিএনপি। সেই নির্বাচনী সমাবেশে যোগ দিতে ইতোমধ্যে সমাবেশস্থলে এসে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বাসটি সিলেট আলিয়া মাদরাসা মাঠে এসে পৌঁছায়।
এ সময় মাঠজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থকরা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। ‘তারেক রহমান জিন্দাবাদ’, ‘ধানের শীষ জিন্দাবাদ’ সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ এলাকা। সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই সিলেট মহানগর ও আশপাশের জেলা-উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে জড়ো হন। এতে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
এই নির্বাচনী সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে। সমাবেশ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
আরকে