তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত নরসিংদী জেলা বিএনপি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত নরসিংদী জেলা বিএনপি। নিমার্ণ করা হয়েছে আধুনিক সুবিশাল ডিজিটাল মঞ্চ। সভাস্থলসহ তারেক রহমানের নিরাপত্তায় সিএসএফ, আইনশৃঙ্খলা বাহিনী, জেলা বিএনপির সাতশ শৃঙ্খলা কমিটির ভলেন্টিয়ারসহ প্রায় সহস্রাধিক ব্যক্তি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। জনসভাকে সাফল্যমন্ডিত করতে জেলার প্রতিটি পাড়া মহল্লায় মাইকিং, লিফলেট বিতরণসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা বিএনপি ব্যাপক প্রচারণা চালাচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নরসিংদী জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির যুগ্ম-মহাসচিব, সাবেক এমপি ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি এবং নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন। সংবাদ সম্মেলন শেষে খায়রুল কবির খোকনের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন পৌরপার্ক এলাকায় সভাস্থল পরিদর্শন করেন বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীরা।
এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নরসিংদী জনসভায় আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করা হয়েছে। প্রাণচাঞ্চল্য দেখা গেছে তৃনমূল নেতাকর্মীদের মাঝে। শুধু তাই নয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে নরসিংদীর সর্ব সাধারণ মানুষ।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের ধানের র্শীষের প্রার্থী মঞ্জুুর এলাহী, সহ-সভাপতি বিজি নওশের, ভিপি জলির, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি খবিরুল ইসলাম, মাজহারুল ইসলাম টিপু,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জাহিদুল ইসলাম, নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি ইলিয়াস হোসেন, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নরসিংদীতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় তারেক রহমানের সফরকে কেন্দ্র করে গৃহীত কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতারা এবং গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
আরকে