জামায়াতের নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলল বিএনপি

নাটোরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। গণসংযোগকালে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ও সন্ধ্যায় পৃথক দুটি সংবাদ সম্মেলনে দল দুটি পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের সেন্টারপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। জামায়াতের অভিযোগ, সেখানে তাদের নারী কর্মীদের ওপর বিএনপির কর্মীরা হামলা চালায় এবং লাঞ্ছিত করে। এ ঘটনার জেরে বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাটোর-২ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুর রহমান রাসেল অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ছাতনী ইউনিয়নের সেন্টার মোড় এলাকায় জামায়াতে ইসলামীর নারী কর্মীরা গণসংযোগে বের হন। এ সময় স্থানীয় কয়েকজন বিএনপি নেতা তাদের বাধা দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
তিনি এ ঘটনাকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন। একইসঙ্গে সকল প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে জামায়াতের এই অভিযোগের প্রেক্ষিতে সন্ধ্যা সাড়ে ৬টায় পাল্টা সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
আসাদুজ্জামান আসাদ বলেন, জামায়াতে ইসলামী মিথ্যার রাজনীতি করছে। নারী কর্মীদের দিয়ে তালিমের নামে ভোটের প্রচারণা চালিয়ে তারা মানুষের সাথে প্রতারণা করছে।
বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি আরও বলেন, জামায়াত সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য পরিবেশন করে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে।
বিএনপির সংবাদ সম্মেলনে দলটির জেলা আহ্ববায়ক রহিম নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিনসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
আশিকুর রহমান/আরএআর