নির্বাচনী প্রচারণার কারণে যানজট, মণিরামপুরে দুই প্রার্থীকে জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নেমে যানজট সৃষ্টি করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোরের মণিরামপুরে দুই প্রার্থীকে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
আর্থিক দণ্ডপ্রাপ্ত দুই প্রার্থী হলেন কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবাল হোসেন ও জামায়েত ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের গাজী এনামুল হক। তাদের মধ্যে কলসের প্রার্থীকে এক লাখ ৫০ হাজার টাকা এবং দাঁড়িপাল্লার প্রার্থীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শহীদ ইকবালের পক্ষে জরিমানা পরিশোধ করেছেন মণিরামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক ও গাজী এনামুলের পক্ষে প্রফেসর আহসান হাবীব লিটন জরিমানা পরিশোধ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার বিকেলে শহীদ ইকবাল হোসেনের পক্ষে মণিরামপুর বাজারে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জড়ো হন। এতে কার্যত অচল হয়ে পড়ে বাজারের প্রধান সড়কের যান চলাচল। একই সময়ে মণিরামপুর বাজারে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার মিছিল বের করেন গাজী এনামুল হক। এতে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
মাহির আরও বলেন, আচরণবিধি ভঙ্গ করায় ২০২৫ সালের নির্বাচনী আচরণ বিধিমালার ২৭ (ক) ধারায় পৃথক অভিযানে কলস প্রতীকের প্রার্থীর পক্ষে নিস্তার ফারুককে এক লাখ ৫০ হাজার টাকা ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী এনামুল হকের পক্ষে আহসান হাবীব লিটনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রেজ্ওয়ান বাপ্পী/এনএফ